ঢাকায় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন

বৃহস্পতিবার ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ঘোষণা

প্রথমবারের আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর ব্লু রেডিসন হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিল (বিআইবিসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সকালে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আয়োজকেরা জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত দুই দিনের এই সম্মেলনে অন্তত ৪ হাজার নারী উদ্যোক্তা যোগ দিয়েছেন। চীন, জাপান, ভারত, গ্রিস, মালয়েশিয়া, মালদ্বীপসহ পৃথিবীর বিভিন্ন নারী উদ্যোক্তা, পেশাদার এবং বিশেষজ্ঞরা এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন।কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেশনে আলোচকেরা

আয়োজকেরা উল্লেখ করেন, এই সম্মেলনের মধ্য দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার পথ সুগম হয়েছে।

আয়োজক সংস্থা বিডার নির্বাহী পরিচালক লোকমান হোসেন মিয়া বলেন, 'এ সম্মেলন নারী উদ্যোক্তাদের মনোবল আরও দৃঢ় ও সাহসী করবে। এ সম্মেলনে ৪ হাজার নারী উদ্যোক্তা ও প্রায় ৪০টি দেশের পেশাজীবী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিগণ অংশগ্রহণ করছেন।’

২৩ ও ২৪ নভেম্বরের দুদিনব্যাপী সম্মেলনের প্রথমদিনে বুধবার দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ও আলোচনায় প্রাণবন্ত ছিল সম্মেলন। এতে গ্রাজুয়েজন অফ এসএমই; অ্যাগ্রো ও ফুড প্রসেসিং; হেলথ ও ওয়েলনেস; আইসিটি: স্মার্ট বাংলাদেশ দ্য নেক্সট ফ্রন্টিয়ার; এ-টু জেড অফ স্টারআপ; ওম্যান ইন বিগ ইন্ডাস্ট্রিজ; এবং মিডিয়া ও এন্টারটেইনম্যান্ট শিরোনাম আটটি সেশন অনুষ্ঠিত হয়।স্মার্ট বাংলাদেশ দ্য নেক্সট ফ্রন্টিয়ার সেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক

আইসিটি: স্মার্ট বাংলাদেশ দ্য নেক্সট ফ্রন্টিয়ার সেশনে অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক বলেছেন, ‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিগগিরই ৪১টি জেলার উপজেলা পর্যায়ের ২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে।’

এছাড়া সম্মেলনের বিভিন্ন সেশনে বিআইবিসির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ড. মালিহা মান্নান আহমেদসহ বিশিষ্টজনেরা আলোচনা করেন।

ড. মালিহা মান্নান আহমেদের সঞ্চালনায় ‘হেলথ ও ওয়েলনেস’ সেশনে আলোচনা করেন বিডার নির্বাহী পরিচালক লোকমান হোসেন মিয়া, বুশরা আলম, রুনা খান, জাহিদা ফিজ্জা কবির, ড. রুমানা দৌলা, আরিফ মাহমুদ, মৌসুমী ইসলাম।‘হেলথ ও ওয়েলনেস’ সেশনে আলোচকেরা

বৃহস্পতিবার উদ্যোক্তাদের দেওয়া হবে বাংলাদেশ ডব্লিউআইসিসিআই এ্যাওয়ার্ড-২০২২

বৃহস্পতিবার উদ্যোক্তাদের দেওয়া হবে বাংলাদেশ ডব্লিউআইসিসিআই এ্যাওয়ার্ড-২০২২। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের। আরও থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন,  বিআইবিসির সভাপতি মানতাশা আহমেদ, উইম্যানস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হারবিন অরোরা রায়।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিআইবিসির সহসভাপতি ড. মালিহা মান্নান।