ডিএনসিসির ১১ মার্কেটে বসেছে মূল্য তালিকার ডিজিটাল ডিসপ্লে

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের অবগতির জন্য ১১টি মার্কেটে মূল্য তালিকার ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মহাখালী কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিসপ্লে বোর্ডের উদ্বোধনকালে মেয়র আতিক বলেন, ‘ডিসপ্লেতে প্রদর্শিত নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম নিলে দোকান বন্ধ করে দেবো। কেউ ছাড় পাবেন না।’

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলামসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।