প্রথম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

মিউচ্যুয়াল ফান্ডপ্রথম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিকেলে বিএসইসির ৫৬৭তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি স্কিম ফান্ডে রূপান্তরের লক্ষ্যে এই ফান্ডের নিরীক্ষা প্রতিবেদন ও সম্পদ মুল্যায়ন প্রতিবেদন কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ফান্ডের নিট সম্পদ মুল্য ১৪০ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৪০১ টাকা।
এছাড়া সম্পদ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ফান্ডের নিট সম্পদ মূল্য ১ হাজার ৮৭৬ টাকা ৬২ পয়সা।
ফান্ডটি রূপান্তিত হয়ে বে-মেয়াদি নতুন ফান্ডের নাম হবে ‘প্রথম আইসিবি ইউনিট ফান্ড’।
ফান্ডটির টার্গেট সাইজ ১৪২ কোটি টাকা। যার মধ্যে পূর্বের প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটধারীগণ ১৪০ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৪০১ টাকার ইউনিট পাবেন। বাকি অর্থের সমপরিমাণ ইউনিট সাধারণ বিনিযোগকারীদের জন্য বরাদ্দ থাকবে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
/এসএনএইচ