সিনো বাংলার দাম কমেছে সাড়ে ৬ শতাংশ

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজসপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষে অবস্থান করছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৫৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ৩৯ টাকা ৮০ পয়সায়। বুধবার ওই একই দামে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে দাম কমতে থাকে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৯ টাকায় এবং সর্বানিম্ন ৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ২০ পয়সায়।
ডিএসইতে দাম কমার শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ৬ টাকা ২৬ শতাংশ দাম কমে দ্বিতীয় অবস্থানে লংকা-বাংলা ফিন্যান্স, ৬ শতাংশ দর কমে তৃতীয় অবস্থানে জেমিনি সি ফুড, ৫ দশমিক ৫৫ শতাংশ দাম কমে চতুর্থ অবস্থানে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং ৫ দশমিক ২৭ শতাংশ দাম কমে পঞ্চম অবস্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।
বর্তমান ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্ত পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ