একীভূত হতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের রেকর্ড ডেট ৬ মার্চ

অলটেক্স ইন্ডাস্ট্রিজপুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) জন্য আগামী ৬ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করেছে। মূল কোম্সপানির সাথে হযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স কোম্পানিটি একীভূত করতে এ  ইজিএম আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানির রেজিস্টার্ড অফিসে এই ইজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানি দুইটি একীভূত হওয়ার বিষয়ে উচ্চ আদালতের আদেশ পাওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একীভূতকরণের ক্ষেত্রে অলটেক্স ইন্ডাস্ট্রিজের একটি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের শেয়ারের পরিমাণ ধরা হয়েছে ০.৩০টি।
ইতিমধ্যে দুই কোম্পানির নিট সম্পদমূল্যের হিসাবে ঠিক হওয়া এ অনুপাতে পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে।
বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
/এসএনএইচ