কাস্টমস বিল সংসদে তোলা হয়েছে

আমদানি পর্যায়ের রাজস্ব আদায় ও বাণিজ‌্য সহজীকরণসহ আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে কাস্টমস বিল–২০২৩ জাতীয় সংসদে তোলা হয়েছে। এ সংক্রান্ত পাকিস্তান আমলে প্রণীত ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্ট রহিত করে নতুন এই কাস্টমস আইন করা হচ্ছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার তথা জাতীয় রাজস্ব বোর্ডের নেওয়া বহুমুখী সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা অন্তর্ভুক্ত করে ১৯৬৯ সালের কাস্টমস আইন রহিত করে বাংলায় নতুন আইনটি করা হচ্ছে।