লাফার্জ সুরমার আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

লাফার্জ সুরমা সিমেন্টপুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিল।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৬ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা এবং কোম্পানির প্রকৃত ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা।
এছাড়া সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৭ পয়সা এবং কোম্পানির প্রকৃত এনএভি হয়েছে ১২ টাকা ৩ পয়সা।
/এসএনএইচ