ডিএসইর মোবাইল লেনদেনে আপাতত চার্জ লাগবে না: স্বপন কুমার

স্বপন কুমার বালাঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল লেনদেনে আপাতত কোনও চার্জ লাগবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা। এছাড়া আগামী ৯ মার্চ ডিএসইর এ সেবাটি উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
রবিবার মতিঝিলে ডিএসই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে স্বপন কুমার বালা বলেন, ডিএসইর এ সেবাটি চালু হলে সিকিউরিটিজ হাউজের ব্রাঞ্চ খোলার প্রয়োজন হবে না। মোবাইল ট্রেডিংয়ের মাধ্যমেই দূরের বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন।
ডিএসইর এ সেবার ওপর ২৩৪ ব্রোকারেজ হাউজ প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রথম কয়েক মাস মোবাইল লেনদেনের উপর চার্জ না ধরা হলেও কয়েক মাস পরে চার্জ নেওয়া হবে। তবে এ চার্যের পরিমান কত হতে পারে সেটা উল্লেখ করেনটি ডিএসইর এই এমডি।  এছাড়া মোবাইলে ‘রবি’ গ্রাহকরা ট্রেড চলাকালীন সময়ে ফ্রি ডাটা সার্ভিস পাবেন বলেও জানান তিনি।
ডিএসইর এমডি বলেন, মোবাইলে ট্রেড করতে চাইলে সিকিউরিটিজ হাউজগুলোর মাধ্যমে করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন মোবাইল ট্রেডার তার লেনদেনের অর্ডার সম্পন্ন হয়েছে কি না তা জানতে পারবেন। তবে লেনদেন করতে চাইলে প্রতিবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে পাসওয়ার্ড দিতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন ডিএসই প্রধান রেগুলেটরি অফিসার জিয়াউল হাসান খান, প্রধান অর্থ কর্মকর্তা আবুল মতিন পাটোওয়ারি প্রমুখ।
/এসএনএইচ