নগদ লভ্যাংশ দেবে বিডি ল্যামবস

বিডি ল্যামবসপুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যামবস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৬ এপ্রিল ইমানুয়েল ব্যানকুয়েট হল, হাউজ-০৪, রোড-১৩৪/১৩৫, গুলশান-১ ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।
সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৬৫ টাকা ৮২ পয়সা।
/এসএনএইচ