কোনও লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামী ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৪ জুন বেলা ১০টায় আইজেডজেড কনভেনশন হল, লেভেল-৫, ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, ঢাকা ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির মোট লোকসানের পরিমান দাঁড়িয়েছে ১৪ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২১ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদে (এনএভি) লোকসান দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।
/এসএনএইচ