বাংলাদেশ-ভারত ২০০ কোটি ডলারের ঋণরেখা চুক্তি সই

বাংলাদেশ–ভারতবাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০ কোটি ডলারের দ্বিতীয় লাইন অব ক্রেডিট সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যাদবেন্দ্র মাথুর বুধবার ঢাকায় এ ঋণরেখা চুক্তি সই করেন। ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে অন্যতম ঘোষণা ছিল বাংলাদেশের জন্য ২০০ কোটি ডলারের ঋণরেখা মঞ্জুর।
দ্বিতীয় ঋণরেখার অধীনে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, পরিবহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ চলাচল, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষাখাতের মতো বিভিন্ন সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্যে চিহ্নিত হয়েছে।
২০ বছরে পরিশোধযোগ্যিএ ঋণের সুদের হার বছরে ১ শতাংশ।
দুইশ’ কোটি ডলারের ঋণরেখাটিই এদেশে এ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ঋণরেখা।

ভারত প্রথম একশ’ কোটি ডলারের ঋণরেখাটি দিয়েছিল ২০১০ সালে। এর মধ্যে ২০ কোটি ডলার পরবর্তীকালে মঞ্জুরি সহায়তা হিসেবে রূপান্তরিত হয় এবং ঋণরেখাটি একটি সংশোধনী চুক্তির মাধ্যমে ৮০ কোটি ডলার থেকে বেড়ে ২০১৫ সালে ৮৬ কোটি ২০ লাখ ডলারে উন্নীত হয়।

প্রথম ঋণরেখার ১৫টি প্রকল্পের সবগুলোই ভারতের এক্সিম বাংকের অর্থনৈতিক সহায়তায় পাওয়া গিয়েছিল। মোট ১৫টি প্রকল্পের মধ্যে ৭টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এই চুক্তিতে অবকাঠামোগত প্রকল্প ছাড়াও স্বাস্থ্য (মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন), শিক্ষা (দুটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আধুনিকায়ন) এবং কারিগরি প্রশিক্ষণের (৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়ন) মতো সামাজিক খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

/এসএসজেড/এজে/