প্রবাসী বাংলাদেশিরা গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিটেন্স পাঠিয়েছে প্রায় ২৪০ কোটি (২,৪০৫ মিলিয়ন) মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৮০ দশমিক ২০ শতাংশ বেশি।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, দেশটি ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসী কর্মীদের কাছ থেকে ১,৩৩৪ মিলিয়ন (প্রায় ২৩৩ কোটি) মার্কিন ডলার পেয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৬,৫৪৩ মিলিয়ন (প্রায় ৬৫৪ কোটি) মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে, অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিল ৪,৯০৭ মিলিয়ন (৪৯০ কোটি) মার্কিন ডলার।
খবর: বাসস