বার্জার পেইন্টের আরও ২৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বার্জার পেইন্টপুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানির কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ২৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সুতরাং সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৮ এপ্রিল বেলা ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (পুষ্পগুচ্ছ, হল-০২) বসুন্ধরা, জোয়ারসাহারা, ঢাকায় ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছ। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪৯ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৪২ পয়সা।
/এসএনএইচ