বৈদেশিক মুদ্রা জমায় সুদ হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না

রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের (আরএফসিডি) সুদের হার নির্ধারণে এখন থেকে ব্যাংকগুলোকে আর সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (সোফর) সীমা মেনে চলতে হবে না। এর পরিবর্তে ব্যাংক–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বা বাজারের হার অনুসারে এ ধরনের ডিপোজিটের সুদ নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ বৈদেশিক মুদ্রা জমায় সুদ হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুসরণ করতে তফসিলি ব্যাংকের সকল অনুমোদিত ডিলার শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরএফসিডি অ্যাকাউন্ট হলো এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে বাংলাদেশের বাসিন্দারা বৈদেশিক মুদ্রা জমা রাখতে এবং ব্যবহার করতে পারেন।

এত দিন ব্যাংকগুলো আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেট সোফরের ভিত্তিতে আরএফসিডি অ্যাকাউন্টে জমা করা অর্থের ওপর অতিরিক্ত ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে পারতো।

বর্তমান সোফর হার ৫ দশমিক ৩ শতাংশ হওয়ায় ব্যাংকগুলো আরএফসিডি অ্যাকাউন্টে ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারতো।