প্রতিবেশী দুই দেশ থেকে ৩০ হাজার টন চাল নিয়ে এলো ২ জাহাজ

প্রতিবেশী মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫৯৯ টন আমদানিকৃত চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম এবং মোংলা বন্দরে পৌঁছেছে। আগামী দুই দিনে আরও ১৮ হাজার ৫০০ টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরে পৌঁছাবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিটুজি’র ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা চট্টগ্রামে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে শনি ও রবিবার আরও দুটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছাবে। জাহাজ দুটি ৮ হাজার ৫০০ এবং ১০ হাজার টন চাল বহন করছে।