আইসিবি ইসলামিক ব্যাংকে এমডির দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের ইডি মজিবুর রহমান

বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মো. মজিবুর রহমানকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে তিনি একযোগে ব্যাংকটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম ও নির্বাহী দায়িত্বে ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির সার্বিক কার্যক্রমে গতি আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, "আইসিবি ইসলামিক ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ নিয়েছে। এতে করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হবে।"

প্রসঙ্গত, মো. মজিবুর রহমান একজন অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে খ্যাত, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তদারকি ও নীতিনির্ধারণী পর্যায়ে।

এরআগে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।  বুধবার (৯ এপ্রিল) এক নির্দেশনার মাধ্যমে ব্যাংকটিকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে উল্লেখ করা হয়, আইসিবি ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় চরম দুর্বলতা দেখা দিয়েছে। এতে ব্যাংকটি গুরুতর আর্থিক সংকটে পড়েছে—যার মধ্যে রয়েছে মূলধন ও প্রভিশন ঘাটতি, বিপুল শ্রেণিকৃত বিনিয়োগ, পুঞ্জীভূত লোকসান, ব্যবস্থাপনাগত অস্থিরতা এবং প্রবল তারল্য সংকট।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরিচালনা পর্ষদের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং বিভিন্ন অনিয়ম ব্যাংকিং সুশাসনের পরিপন্থী। তাই ‘ব্যাংক কোম্পানি আইন’-এর ক্ষমতাবলে জনস্বার্থে এবং আমানতকারীদের স্বার্থে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।