X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফিচ রেটিংসের কাছে ঋণমান পুনর্বিবেচনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৮

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে দেশের সাম্প্রতিক আর্থিক অগ্রগতির চিত্র তুলে ধরে ঋণমান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আমরা রেটিং এজেন্সিগুলোর সামনে দেশের বাস্তব অবস্থা উপস্থাপন করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি ও ডলারের বিনিময় হার ইতিবাচক দিকে উন্নয়ন ঘটেছে। এসব সূচক দেখে রেটিং এজেন্সিগুলো সন্তোষ প্রকাশ করেছে। তাদের রেটিং পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটাবে। সেই প্রেক্ষাপটে এখনকার ঋণ সহায়তার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর জন্য যথাযথ ঋণমান প্রয়োজন। এ কারণেই রেটিং সংস্থাগুলোর কাছে সঠিক মূল্যায়ন চাওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহেও এসঅ্যান্ডপি গ্লোবালের প্রতিনিধিদের সঙ্গে একইধরনের বৈঠক করে বাংলাদেশ ব্যাংক।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে এসঅ্যান্ডপি বাংলাদেশের ঋণমান ‘বি বি মাইনাস’ থেকে কমিয়ে ‘বি প্লাস’ করে। ফিচ রেটিংসও ২০২৩ সালের মে মাসে একই ধরনের অবনমন করেছিল, যদিও দেশের অর্থনীতি নিয়ে পূর্বাভাস ছিল স্থিতিশীল।

এদিন আরিফ হোসেন খান নতুন নোট, দুর্বল ব্যাংক ও মূল্যস্ফীতির বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে কোনও নতুন মুদ্রা ছাপা হয়নি। একটি নতুন ডিজাইনের নোট ছাপাতে কমপক্ষে ১৮ মাস সময় লাগে। বাংলাদেশ ব্যাংক একযোগে ৯ ধরনের নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে, যার ফলশ্রুতিতে মে মাসে নতুন নোট বাজারে আসবে।

তিনি আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোর অনিয়মের কারণে তারল্য সংকট দেখা দিয়েছিল, যার ফলে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে টাকা সরবরাহ করেছে। দুর্বল ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাই করতে ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে এবং রফতানি ও রেমিট্যান্স বৃদ্ধির কারণে ডলারের বিনিময় হারও কমতির দিকে রয়েছে বলে জানান তিনি।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
সর্বশেষ খবর
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু