লিবরা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা

লিবরা ইনফিউশনসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশন কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ৪৩২ টাকা ৯০ পয়সায়। বুধবার ওই একই দামে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে দাম বাড়তে থাকে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৪৭০ টাকা ৭০ পয়সায় এবং সর্বানিম্ন ৪৩০ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও সর্বশেষ লেনদেন হয় ৪৭০ দশমিক ৭০ টাকায়।
চলতি অর্থবছরে অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএল) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। গত অর্তবছরের একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা।
এছাড়া উক্ত সময়ে কোম্পানিটির শেয়র প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ টাকা। গত অর্থবছরে এনএভি ছিল ১ হাজার ৫৭৩ টাকা।
ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ৪৬ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুড, ৬ টাকা বা ৫ দশমিক ৪৪ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে ডেল্টা-ব্রাক হাউজিং, ৫০ টাকা বা ৪ দশমিক ৯৮ শতাংশ বেড়ে চতুর্থ অবস্থানে স্টাইল ক্রাফট এবং ৩ টাকা বা ৪ দশমিক ৮৫ শতাংশ বেড়ে পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার দর।
‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। বর্তমান বাজারে এ কোম্পানির শেয়ার রয়েছে ১২ লাখ ৫১ হাজার টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/