টানা ৩ দিন বন্ধ থাকছে হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দরসনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর।
আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি। এ কারণে আজ  হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের জন্য হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে ভারতের এক্সপোর্টার অ্যান্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন।
আগামী শনিবার মহান স্বাধীনতা দিবস। এ কারণে শনিবারও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এই বন্দর দিয়ে। আর শুক্রবার সাপ্তাহিক ছুটিতে এমনিতেই বন্ধ থাকে স্থলবন্দর। এজন্য টানা ৩ দিন  আমদানি-রফতানি লোড-আনলোডসহ সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম বন্ধ থাকছে এই স্থলবন্দরে।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীন জানান, বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসব থাকায় ভারত কর্তৃপক্ষ এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।পরদিন শনিবার ২৬ মার্চ,মহান স্বাধীনতা দিবস। এ কারণে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমদানি-রফতানি, লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এই বন্দরে। ইতিমধ্যে বিষয়টি আমদানি-রফতানিকারক,সিঅ্যান্ডএফ এজেন্ট,বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
এদিকে স্থলবন্দর বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার্সপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান। 

 বিএসএস/ এমএসএম