নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম

মেঘনা পেট্রোলিয়ামপুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫১ পয়সা।
/এসএনএইচ/