ডিএসইতে ডোরিন পাওয়ারের তালিকাভুক্তির অনুমোদন



ডোরিন পাওয়ারডোরিন পাওয়ারপুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সোমবার ডিএসই’র পরিচালনা পর্ষদ সভায় এ তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, কোম্পানিটিকে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ মোট ২৯ টাকায় কিনতে হবে বিনিয়োগকারীদের।
কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।
এছাড়া ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ আরও ২টি পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
/এসএনএইচ/