পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট



ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ সয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৮ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি পেয়েছে মাত্র ৫ কোটি ৫৪ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩২৩ কোটি ০৫ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেনচিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩০৩ কোটি ০১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, ড্রাগন সোয়েটার, এমারেল্ড অয়েল, কেয়া কসমেটিকস, আইটিসি, এএফসি অ্যাগ্রো এবং ফুওয়াং সিরামিকস।
মঙ্গলবার সিএসই’র লেনদেনচিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ৪৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৬২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার, এমারেল্ড অয়েল, আইটিসি, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সসেসরিজ, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট এবং কেডিএস এক্সসেসরিজ।
/এসএনএইচ/