আল আরাফা ব্যাংকের ১০ শতাংশ শেয়ার কিনবে আইডিবি

আল আরাফা ইসলামী ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ শতাংশ শেয়ার কিনবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)।
গত মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিডি ও আল আরাফাহর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
আইসিডি’র পক্ষে প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক খালেদ এম আল আবুদি এবং আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান বদিউর রহমান চুক্তিতে সই করেন।
এ চুক্তি অনুযায়ী আল আরাফাহ ব্যাংক বাজারে মোট শেয়ারের ১০ শতাংশ বা ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার ইস্যু করবে। মূল্য হিসেবে আইসিডি ব্যাংক কর্তৃপক্ষকে ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করবে।
বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হবে।
/এসএনএইচ/