জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ: এডিবি

এডিবিচলতি ২০১৫-২০১৬ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ব্যাংকটির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান আউটলুক-২০১৬’ প্রতিবেদনে এ পূর্বাভাস জানানো হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এশিয়ান আউটলুক-২০১৬ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক রফতানির উচ্চ প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিপিডি ৬ দশমিক ৭ শতাংশ অর্জন করতে সক্ষম হবে। আর ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে ৬ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।
তবে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোধ করা হয় ওই প্রতিবেদনে। এছাড়া প্রবৃদ্ধি অর্জনের জন্য ভোক্তা ও উদ্যোক্তাদের আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয় এডিবি’র ওই প্রতিবেদনে।
এশিয়ান আউটলুকে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নেমে আসলেও ২০১৬-১৭ অর্থবছরে তা ঊর্ধ্বমুখী হয়ে ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।
এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও ট্যাক্স পলিসিকে আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট পারভেজ এমদাদ প্রমুখ।

/এসএনএইচ/ এপিএইচ/