বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সমিতির সনদ ছাড়া আলু রফতানিতে নগদ সহায়তা বন্ধ

বাংলাদেশ ব্যাংকএখন থেকে আলু রফতানিতে নগদ সহায়তা পেতে হলে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই সার্কুলার জারি করে, দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আলু রফতানির বিপরীতে নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে প্রযোজ্য দলিলাদিসহ বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিল করতে হবে। এতে উল্লেখ করা হয়েছে, সার্কুলার জারির তারিখ হতে জাহাজীকরণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
/জিএম/ এপিএইচ/