পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৫২, সিএসইতে বেড়েছে ১১২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১১২ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২৯ কোটি ২০ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৬০ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৩৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৯৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং ২৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৮৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, ইবনে সিনা, লংকা-বাংলা ফিন্যান্স, আমান ফিড, ইফাদ অটো, বারাকা পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস এবং বেক্স ফার্মা।
সোমবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ২১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১২ কোটি ৭৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৫৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৯৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৩৫ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডেল্টা-ব্রাক হাউজিং, তিতাস গ্যাস, আইএফআইসি ফার্স্ট মি. ফান্ড, লংকা-বাংলা ফিন্যান্স, আইসিবি ফার্স্ট মি. ফান্ড, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, কেডিএস এক্সেসরিজ এবং আইটিসি।
/এসএনএইচ/