তৃতীয় প্রান্তিকে ওসমানিয়া গ্লাসের লোকসান বেড়েছে

ওসমানিয়া গ্লাসচলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) পুঁজিবাজারের তালিকাভুক্ত ওসমানিয়া গ্লাস লিমিটেড কোম্পানির লোকসান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এ লোকসানের পরিমান ছিল মাত্র ৫৫ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানির তৃতীয় প্রান্তকে লোকসান বেড়েছে ১ টাকা ৬২ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের গত নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৪ টাকা ৫৯ পয়সা দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমান ছিল মাত্র ৯৫ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩ টাকা ৬৪ পয়সা।
অন্যদিকে, মার্চ পর‌্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ২৫ টাকা ০৭ পয়সা। সুতরাং গত এক বছরে কোম্পানিটি এনএভি কমেছে প্রায় ৭ টাকা।
/এসএনএইচ/