জিডিপি বাড়াতে বিনিয়োগই সমাধান নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রীদেশের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ বাড়াতে হবে, তা নয়। কারণ জিডিপি বৃদ্ধি শুধু বিনিয়োগের ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জিডিপি বাড়াতে হলে বিনিয়োগ বাড়াতে হবে এটা সত্য। কিন্তু আমাদের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ দরকার সেটা নয়। মাথাপিছু আয়ও বাড়াতে হবে। শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।
কিসের ভিত্তিতে আপনি আশা করছেন বিদেশী বিনিয়োগ বাড়বে? এমন এক প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে পরিকল্পনামন্ত্রী এ প্রশ্নের উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।  তিনি বলেন, আশার কথা হলো, দেশে বিনিয়োগ কমেনি। আমাদের জিডিপি বাড়াতে শুধু যে বিনিয়োগ দরকার তা নয়, ২০২০ সালের মধ্যে মাথাপিছু আয় বাড়িয়েও আমরা জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০২ শতাংশ অর্জন করতে পারব এবং তা সম্ভবও।  
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, এখন দেশে মোট বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৮৪ লাখ ৭৭১ কোটি টাকা। অতীতের তুলনায় দেশে বিনিয়োগ বেড়েছে। এ সময় তিনি পাশ্ববর্তী বিভিন্ন দেশের জিডিপি ও বিনিয়োগোর তুলনামূলক চিত্র তুলে ধরেন।
একই প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন উপলব্ধি করতে হবে বিভিন্ন সূচক দিয়ে। আমরা এর আগে বলেছি চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। যা বিশ্ব ব্যাংকও গ্রহণ করেছ। তাহলে দেশে বিনিয়োগ না হলে জিডিপির এ প্রবৃদ্ধি কিভাবে  হচ্ছে? সুতরাং বাজেটে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক। তবে কিছু জায়গায় সংশোধন করা হতে পারে। সর্বোপরি চমৎকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

আরও পড়তে পারেন: বিএনপি কোনও দলই না: অর্থমন্ত্রী

/এসএনএইচ/এমএনএইচ/