প্রতিবছর ২০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর ২০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটি থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনার সুযোগ পাবেন। এ ব্যাপারে আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) এফবিসিসিআই ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মধ্যে একটি চুক্তি সই হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফবিসিসিআই’র  সভাপতি মো. জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট ড. রুবানা হক।