X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

এফবিসিসিআই নির্বাচন: বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের প্যানেলে সভাপতি জাকির হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৯:২৮আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:২৮

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে প্যানেল ও সভাপতির নাম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

আসন্ন নির্বাচনে সভাপতি হিসেবে বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির হোসেন নয়নের নাম ঘোষণা করা হয়। পরিষদের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও পরিষদের উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী খোকন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় অন্য সদস্যরা তাকে সমর্থন দেন। শিগগিরই অন্য প্রার্থীদের নামসহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলেও এ সময় জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী জাকির হোসেন নয়ন তার বক্তব্যে ব্যবসায়ী সংগঠনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করেন। একইসঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করবেন বলে জানান।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় সাধারণ ভোটারের তেমন মূল্য ছিল না। বিরোধী মতের কেউ নির্বাচন করতে চাইলে তাকে নানান মামলা দিয়ে হয়রানি করা হতো। ফেডারেশনে ঢুকতে দেওয়া হতো না। এখন সংস্কার হওয়াতে এই চর্চা থাকবে না। সবাইকে সাধারণ ব্যবসায়ীদের ভোটে আসতে হবে। এতে ব্যবসায়ীদের মূল্যায়ন করতে হবে।

জাকির হোসেন বলেন, আমরা রফতানির বৈচিত্র্য আনতে কাজ করবো। তা না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। এ জন্য আমরা চারকোল, মাছের আঁশের মতো খাতগুলোকে আধুনিকায়ন করার চেষ্টা করবো। এছাড়া পোশাক রফতানিতে বৈচিত্র্য আনতে হালাল পোশাক প্রস্তুতে জোর দিতে হবে। এতে একদিকে অপ্রচলিত বাজার বাড়বে, অপরদিকে রফতানিতেও নেতিবাচক প্রভাব পড়বে না।

পরিষদের মিডিয়া ও লিয়াজোঁ কমিটির আহ্বায়ক আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াস উদ্দীন খোকন, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য বেলায়েত হোসেন, আনিসুর রহমান বাদশা প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করতে চায় ইসি
নির্বাচন পেছানো নিয়ে জামায়াত কিছু বলেনি: সেক্রেটারি
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি