চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী

চাল আমদানিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় পরিমাণ চাল আমদানির অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম। তিনি জানিয়েছেন, ‘খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির জন্য অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করে চাল আমদানির অনুমতি দিয়েছেন।’
এদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিমাণ চাল আমদানির অনুমতি দিয়েছেন।
শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত জানিয়ে গত ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারসাজি ঠেকাতে ও চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রয়োজনে আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে প্রয়োজন মতো চাল আমদানি করা হবে।’