পাট রফতানির বিপরীতে রাজস্ব আদায়ের চালান অধিদফতরে পাঠানোর নির্দেশ

বিদেশে পাট ও পাট পণ্য রফতানির ক্ষেত্রে আহরিত সরকারি রাজস্ব ফি আদায়ের চালান পাট অধিদফতরে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি পাট অধিদফতর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (৭ জুন) এ নির্দেশনা জারি করে।

গভর্নরকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, পাট ও পাটজাত পণ্য পরিদর্শন ফি নির্ধারিত কোডে জমা করে চালানোর কপি পাট অধিদফতরে পাঠানোর জন্য তফসিলি ব্যাংকগুলোর প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। রাজস্ব আদায়ের চালান পাট অধিদফতরে যথারীতি পাওয়া যাচ্ছে না।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলছে, পাট ও পাটজাত পণ্য পরিদর্শন ফি বাবদ প্রতি মাসে জমাকৃত অর্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পাট অধিদফতরে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।