জাকার্তার সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি চায় ঢাকা

ইন্দোনেশিয়ার সঙ্গে এ বছরই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। বুধবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে এক টেলিফোন আলাপে বিষয়ে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় আব্দুল মোমেন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়াকে আরও বেশি আমদানি করার অনুরোধ জানান।

আসিয়ান জোটের সঙ্গে সম্পর্ক বাড়াতেও আগ্রহী বাংলাদেশ এবং এজন্য আসিয়ানের সেকটোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী বড় আকারে পালনের জন্য ‍দুই মন্ত্রীই রাজি হয়েছেন।