ব্যাংকগুলোকে জাল নোট শনাক্তকারী যন্ত্র ব্যবহারের নির্দেশ

জাল নোট চিহ্নিত ও প্রতিরোধের জন্য ব্যাংকগুলোকে জাল নোট শনাক্তকারী যন্ত্র ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে একশ, দুইশ, পাঁচশ ও এক হাজার টাকার আসল নোট চেনার উপায় সংবলিত পোস্টার ডাউনলোড করে ন্যূনতম ১৮ ইঞ্চি × ১৪.৫ ইঞ্চি সাইজের প্রয়োজনীয় সংখ্যক কপি প্রিন্ট করে গ্রাহকদের দৃষ্টিগোচর যোগ্য স্থানে প্রদর্শন করার জন্য পরামর্শ দেওয়া হলো।