বাংলাদেশ থেকে আরও সোর্সিং করুন: মার্কিন ক্রেতাদের প্রতি বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাদেরকে বাংলাদেশ থেকে নন-কটন এবং হাই-এন্ড পোশাকসহ আরও পোশাক পণ্য সোর্সিং করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গুলশানের বিজিএমইএ পিআর অফিসে টেইলর ভিনটেজ-এর সিইও রিচার্ড রোজেন্থাল  বিজিএমইএ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন বিজিএমইএ সভাপতি এ আহবান জানান।

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী এবং বাংলাদেশে টেইলর ভিনটেজ এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী খানও উপস্থিত ছিলেন। টেইলর ভিনটেজ যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ড।

ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রভৃতি ক্ষেত্রে অভুতপূর্ব অগ্রগতি বাংলাদেশকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে এবং দেশটিকে ক্রেতাদের কাছে সোর্সিং এর জন্য পছন্দের গন্তব্য করে তুলেছে।

আলোচনায় তিনি পোশাক শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারগুলো বিশেষ করে নন-কটন এবং হাই-এন্ড পণ্য বিষয়ে শিল্পের ক্রমবর্ধমান হারে গুরুত্বপ্রদানের বিষয়টি তুলে করেন।