ইইউ বাজারে রফতানি পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার আহবান

বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়ন। ওই বাজারে পণ্যের নায্যমূল্য পাওয়ার বিষয়ে আহবান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইইউ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক উইগ্যান্ড গুনারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সুরক্ষিত ও পরিবেশবান্ধব কারখানায় বিনিয়োগ করছে বাংলাদেশ। এই কারণে ওই বাজারে নায্যমূল্য নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ইউরোপে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সবচেয়ে বড় উপকারভোগী বাংলাদেশ। এজন্য বাংলাদেশের প্রশংসা করেছে ইইউ। এ প্রেক্ষাপটে শ্রমখাতের জন্য বাংলাদেশে যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে সেটাকে স্বাগত জানানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছে ইইউ।