১ মার্চ চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বীমা’

‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বিমা’ নামে একটি স্বাস্থ্য বিমা চালু করতে যাচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিমা দিবসে এই পরিকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছে আইডিআরএ।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় পাঠানো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি চিঠিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১৩ জানুয়ারি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অবহিত করে লেখা চিঠিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ বলেছেন,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিমা খাতের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় করে রাখতে এবং মুজিববর্ষে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কার্যক্রমগুলোর অংশ হিসেবে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) -এর স্বাস্থ্য বিমা পরিকল্পটি "বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বিমা" নামে নামকরণ করার জন্য কর্তৃপক্ষ নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ প্রসঙ্গে ড. এম মোশাররফ হোসেন বলেন, আগামী ১ মার্চ জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের স্বাস্থ্য বিমা পরিকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন শুভ উদ্বোধন করেন সে ব্যাপারে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত বছর ১ মার্চ বিমা দিবস উপলক্ষে আইডিআরএ’র নিজস্ব অর্থায়নে চালু করা হয় ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’।