পুঁজিবাজার সংস্কার চায় আইএমএফ

পুঁজিবাজারের সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার (৭ নভেম্বর) ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ পরামর্শ দিয়েছে আইএমএফ। এদিন আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করেছে আইএমএফ। পুঁজিবাজার সংস্কারের তাগিদের পাশাপাশি যেকোনও কারিগরি সহায়তা দিতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আশ্বাস দিয়েছে আইএমএফ।

তিনি বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে তারা। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানায় আইএমএফ।

প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএমএফ উল্লেখ করে মুখপাত্র আরও জানান, তারা কোনও সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নের কথা বলেছে। এছাড়া তারা অটোমেশন নিয়ে জোর দিয়েছে।

ফ্লোর প্রাইজ নিয়ে আলোচনা হয়েছে কিনা—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্লোর প্রাইজ কনসেপ্টটি তাদের জানা নেই। ফ্লোর প্রাইজ নিয়ে কোনও আলোচনার সুযোগই ছিল না। এসব বিষয়ে তাদের কোনও সুপারিশ থাকে না।