শেয়ার বাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় এক বছর বাড়লো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম অনুসারে চলতি বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে,  পুঁজিবাজারে ৩১ আগস্ট ২০২২ তারিখ ভিত্তিক সব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনও কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে। সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।