বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি: অস্বীকার করেছে ফেডারেল রিজার্ভ

ফেডারেল রিজার্ভ ভবনবাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম কর্তৃপক্ষ। বলা হয়েছে, বাংলাদেশের অর্থ চুরির কোনও নথিপত্র তাদের কাছে নেই।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদেন এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল রিজার্ভের ওই মুখপাত্র জানিয়েছেন, ব্যাংকটির রিজার্ভ সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে অর্থ লেনদেন সংক্রান্ত কোনো তথ্য নেই। এমনকি তাদের সিস্টেমে কোনও দুর্নীতিও ধরা পড়েনি।
গত সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে রক্ষিত স্থিতি ‘হ্যাক’ করে ৮০০ কোটি টাকার সমপরিমাণ ডলার ফিলিপাইনের একটি ব্যাংকে স্থানান্তর করেছে হ্যাকাররা। পরবর্তীতে সেখান থেকে এই অর্থ অন্য কোথাও পাচার করা হয়েছে। এর জন্য চীনা হ্যাকারদেরই দায়ী করে কেন্দ্রীয় ব্যাংক।
খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির অভিযোগের কথা অস্বীকার করে বিবৃতি দেয় ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ।

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ২৫০টি অ্যাকাউন্ট রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমে।

/এসএনএইচ/এজে/