পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ঈদের আগেই পরিশোধের নির্দেশ

কর্মরত পোশাক শ্রমিকআসন্ন রোজার ঈদের আগেই তৈরি পোশাক কারখানায় কর্মরত সব শ্রমিকদের জুন মাস পর্যন্ত পাওনা বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক কারখানা বিষয়ক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
তিনি জানান, বৈঠকে আগামী ১৫ থেকে ২১ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) দিতে মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সব কারখানার সব শ্রমিককে একসঙ্গে ছুটি না দিতে অনুরোধ করা হয়েছে। গত বছরের মতো এ বছরও ঈদের সময় শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিলে এই চাপ অনেকটা এড়ানো সম্ভব। এছাড়া খুব জরুরি না হলে ঈদের ছুটির সময় গার্মেন্ট কারাখানা খোলা না রাখারও অনুরোধ জানান তিনি।
বৈঠকে রমজান মাসে শ্রমিক ছাটাই না করতেও মালিকদের প্রতি অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর আলী মাহমুদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিজি আব্দুস সালামসহ বিজিএমইএ নেতারা।
/এসআই /এএইচ/

আরও খবর পড়ুন-

বিএনপিবিএনপি দমনে মামলাকেই ‘অস্ত্র’ ভাবছে আ. লীগ