X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ও বিনিয়োগে আগ্রহ ঢাকা চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৭:১৭আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:১৭

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল শ্রীলঙ্কা সফরে গেছেন। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে দলটি সোমবার (১৬ জুন) দুপুরে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এই সফরের মূল লক্ষ্য— বাংলাদেশি রফতানিপণ্যের জন্য শ্রীলঙ্কায় নতুন বাজার তৈরি, যৌথ বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ এবং সার্কভুক্ত এই দেশটির সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা।

তিন দিনব্যাপী সফর সূচিতে প্রতিনিধিদলটি ১৭, ১৮ ও ১৯ জুন যথাক্রমে সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোটার্স অব শ্রীলঙ্কা এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশনে অংশ নেবে। এতে করে অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন অংশীদার খুঁজে পাওয়ার পাশাপাশি সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ সম্পর্কে ধারণা নিতে পারবেন।

সফরকালে শ্রীলঙ্কার শিল্পমন্ত্রী, পররাষ্ট্র ও অর্থ উপমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রতিনিধিদলের। এতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ডিসিসিআই।

ঢাকা চেম্বার জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি ব্যবহারে আরও গভীর সহযোগিতা প্রয়োজন।

বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প, পর্যটন ও আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো, লজিস্টিকস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি এবং আর্থিক পরিষেবার মতো খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য শ্রীলঙ্কায় রয়েছে উল্লেখযোগ্য সম্ভাবনা। এসব খাতে একক বা যৌথ উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধিতে ডিসিসিআই সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং নতুন বাজার খুঁজে পেতে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শ্রীলঙ্কার অর্থনীতি পুনর্গঠনের সময়কালে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে সময়োপযোগী উদ্যোগ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রফতানি সম্ভাবনায় ‘ন্যাশনাল হালাল ল্যাবরেটরি’ হবে মাইলফলক: উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
বিশ্বব্যাপী চাহিদার কারণে খাদ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে: উপদেষ্টা
সর্বশেষ খবর
আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ
আবার গোপালগঞ্জ যাবো, জেলার মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
স্মার্টফোনে হঠাৎ পানি ঢুকলে এই ৪ কাজ ভুলেও করবেন না
স্মার্টফোনে হঠাৎ পানি ঢুকলে এই ৪ কাজ ভুলেও করবেন না
পাকিস্তানে বর্ষায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
পাকিস্তানে বর্ষায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা