সর্বাত্মক লকডাউনের ঘোষণা

কারখানা খোলা রাখা নিয়ে যা বললেন বিজিএমইএ'র সভাপতি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউন আগামী ১ জুলাই বৃহস্পতিবার শুরু হবে। তবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বর্তমান নিয়মে শিল্পকারখানা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। আর বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হলে তখনও শিল্পকারখানা খোলা থাকবে। আর ওই সময় রফতানি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাও চালু থাকবে।

শনিবার সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার রাতেই বিজিএমইএর সভাপতি ফারুক হাসান তৈরী পোশাকশিল্প মালিকদের সংগঠনের সদস্যদের প্রতি একটি বার্তা দিয়েছেন।

বিজিএমইএর সভাপতি বলছেন, লকডাউন চলাকালে কারখানা খোলা রাখা বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ জুলাই হতে কঠোর লকডাউন। তবে শিল্পখাতগুলো ওই লকডাউনের আওতাবহির্ভূত থাকবে এবং শিল্পখাত সংশ্লিষ্ট সকল ব্যাংক, পোর্ট, কাস্টমস কার্যক্রম লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। বিজিএমইএ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলে, সরকারের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সবাই যেন সরকারকে সহযোগিতা করেন এবং সর্বাত্মকভাবে কঠোর লকডাউন পালন করেন। এক্ষেত্রে বিজিএমইএ কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে সকলেই যেন কলকারখানা চালায়-এই অনুরোধ করা হয়।