গার্মেন্টস চালুর দাবিতে বিজিএমইএ'র প্রতি বায়িং হাউস অ্যাসোসিয়েশনের চিঠি

মহামারি মোকাবিলা করে ইউরোপ ও আমেরিকার দেশগুলো পোশাকের বাজার ইতোমধ্যে খুলতে শুরু করেছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কার্যাদেশও বাড়ছে।

কার্যাদেশ অনুযায়ী সময়মতো উৎপাদন ও প্রেরণ নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক বায়ারদের নেতিবাচক ধারণা তৈরি হবে।

অবস্থা বিবেচনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে কারখানা খুলে দিতে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৭ জুলাই) সংগঠনটির সভাপতি কাজী ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি বরাবর পাঠানো চিঠিতে অনুরোধ জানিয়ে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন বলেছে, তৈরি পোশাক শ্রমিকদের কর্মস্থলে আনা, তাদের দ্রুত টিকাদান এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কার্যপরিকল্পনা নেওয়া প্রয়োজন। মহামারিকালে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুততম সময়ে কারখানা খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা দরকার। যাতে কর্মীদের টিকাদান ও বেতন-ভাতা যথাসময়ে দেওয়া সম্ভব হয়।