‘ব্যাংক পরিক্রমা’ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রৈমাসিক জার্নাল ‘ব্যাংক পরিক্রমা’র বিশেষ সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। এ সংখ্যায় দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যাংকার এবং গবেষকদের ১০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির। এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে জাতীয় নীতির ভিত্তি হিসেবে আর্থিক খাতকে গড়ে তোলেন। যদিও বঙ্গবন্ধু অর্থনীতিবিদ ছিলেন না, তবে অর্থনীতির বাস্তব অবস্থা এবং জনগণের আর্থিক অবস্থা সম্পর্কে তাঁর গভীর উপলব্ধির  কারণে তিনি প্রকৃতপক্ষে আর্থিক খাতের সঠিক পরামর্শক হিসেবে উপদেশ দিয়েছিলেন।’ পাকিস্তানে সাড়ে ৯ মাস বন্দি থাকার পর যখন জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে এগিয়ে নিতে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, তখনই তিনি দেশের আর্থিক খাতকে সংগঠিত করার নির্দেশ দেন,উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ার প্রফেসর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইবিএম’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ  অ্যান্ড ফাইন্যান্স ডেভেলপমেন্টের  (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল বায়েস, ম্যাকনিস বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের জেপি মরগান-চেজ এনডোড অধ্যাপক ড. মতিউর রহমান, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন প্রমুখ।