বিডিবিএলের নতুন চেয়ারম্যান শামীমা নার্গিস

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক জ্যেষ্ঠ সচিব শামীমা নার্গিস। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২০ সালের অক্টোবরে অবসর গ্রহণ করেন শামীমা নার্গিস। সবশেষ পরিকল্পনা কমিশনের দায়িত্বে ছিলেন তিনি।

১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া শামীমা নার্গিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। চাকরি জীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেছেন।