X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জালিয়াতির অভিযোগে নগদের বিরুদ্ধে কঠোর বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৫, ২১:২০আপডেট : ১৯ মে ২০২৫, ২১:২০

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’র বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব পরিচালনায় সই পরিবর্তন কিংবা হিসাব থেকে অর্থ স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে গ্রাহক পর্যায়ের স্বাভাবিক লেনদেন চালু থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাহকের জমা রাখা অর্থ যাতে কোনোভাবে ঝুঁকিতে না পড়ে বা তছরুপ না হয়, সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকার ই-মানি তৈরি করে বড় ধরনের জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কোনও প্রতিষ্ঠান ই-মানি তৈরি করতে পারে না। এটি স্পষ্টত বেআইনি। পাশাপাশি তারা সরকারি ভাতার প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, যা একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানও নিশ্চিত করেছে।’

গভর্নর আরও জানান, ‘এ ধরনের অনিয়ম ও জালিয়াতির কারণে নগদের পরিচালনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে আদালতের স্থগিতাদেশের কারণে প্রশাসক দল এখনও কার্যকরভাবে কাজ শুরু করতে পারেনি। আমরা আপিল করেছি এবং আশা করি ন্যায়বিচার পাবো। এ সময়ের মধ্যে নগদ প্রমাণপত্র নষ্ট করার মতো কাজ করতে পারে— সে বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংক।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। এরপর পরিচালনায় বিস্তৃত অনিয়ম, জালিয়াতি ও অতিরিক্ত ই-মানি সৃষ্টির প্রমাণ উঠে আসে।

নিরীক্ষায় দেখা যায়, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে নগদ প্রায় ২ হাজার ৩৫৬ কোটি টাকার গরমিল করেছে। সাবেক সরকারের সময় প্রতিষ্ঠানটি নিয়মের বাইরে গিয়ে সরকারি ভাতা বিতরণ ও গ্রাহক সংগ্রহে একচেটিয়া সুবিধা পেয়েছিল। সেই সময় নগদের পরিচালনায় ক্ষমতাসীন দলের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে আদালতের স্থগিতাদেশের কারণে প্রশাসক দলের কার্যক্রম আটকে থাকায় কেন্দ্রীয় ব্যাংক আপিল বিভাগে গিয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে, সব ধরনের সতর্কতা অবলম্বন করে গ্রাহকের অর্থ সুরক্ষিত রাখা হবে এবং নগদকে কোনোভাবেই ব্যাংকিং চ্যানেলে অর্থ স্থানান্তরের সুযোগ দেওয়া হবে না।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল