ঢাকা চেম্বারের সভাপতি আবারও রিজওয়ান রাহমান

ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন রিজওয়ান রাহমান। তিনি ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে আরমান হক এবং মনোয়ার হোসেন সহ-সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৬০তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন—মালিক তালহা ইসমাইল বারী, আব্দুল মান্নান, হাবিব উল্লাহ তুহিন, জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার এবং এসএম গোলাম ফারুক আলমগীর।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বর্তমানে ইনস্টার লিমিটেড এবং আরমান হক ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুনর্নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন পুরান ঢাকায় অবস্থিত মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, যেটি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি ব্যবসায় নিয়োজিত।