X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যাংক ঋণের আওতায় মাত্র ৯ শতাংশ সিএমএসএমই খাতের উদ্যোক্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৭:১৮আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:১৮

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের মাত্র ৯ শতাংশ উদ্যোক্তা বর্তমানে ব্যাংক ঋণের আওতায় রয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় প্রথমবারের মতো ‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ সুবিধাসহ একটি মডেল কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

এই লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর একটি হোটেলে কর্মশালার আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মো. কুতুব।

কর্মশালায় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দেশে প্রায় ৭৮ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যার ৭০ শতাংশই রাজধানীর বাইরে অবস্থিত। তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৬ লাখ ৭৯ হাজার ৫২৪ জন উদ্যোক্তা ব্যাংক ঋণ পেয়েছেন। অর্থাৎ ৯১ শতাংশ উদ্যোক্তাই এখনও কোনও ধরনের ব্যাংকিং সুবিধার আওতায় আসেননি।

এই প্রেক্ষাপটে এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি যৌথভাবে একটি বিশেষ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে, যার আওতায় জলবায়ুর ঝুঁকিতে থাকা সিএমএসএমই উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে দেশের জলবায়ু-সংবেদনশীল এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, ঋণ গ্যারান্টি স্কিম, বিমা এবং অনুদান সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় অধিক সংখ্যক উদ্যোক্তাকে ঋণের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপির এই উদ্যোগ কেবল উদ্যোক্তাদের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, ব্যবসায়ী সংগঠন, ট্রেডবডি, চেম্বার ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

বর্তমানে দেশের শিল্প খাতের ৯৯ শতাংশের বেশি প্রতিষ্ঠানই সিএমএসএমই পর্যায়ের। এ খাতে কর্মরত রয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ। শ্রমনিবিড় ও স্বল্প পুঁজিনির্ভর এই খাতকে এগিয়ে নিতে এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় শিল্পনীতি ২০২২’ ও ‘এসএমই নীতিমালা ২০১৯’ অনুসারে কাজ করছে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের ৬০ শতাংশই নারী।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক