‘ই-কমার্সে গ্রেফতারই সমাধান নয়’

ই-কমার্স খাতে শুধু গ্রেফতার করে কখনোই সমস্যার সমাধান আসতে পারে না বলে মন্তব্য করেছেন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার। তিনি জানিয়েছেন, ‘ব্যবসায়ীরা ভুল করে থাকলে, ব্যবসায়িক পথেই শোধরানোর সুযোগ দেওয়া উচিৎ। আইনের আওতায় তখনই নিয়ে যাওয়া যেতে পারে, যখন তিনি অপরাধ করবেন। যেমন মানি লন্ডারিং।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানিয়েছেন, ‘আলেশা মার্টের কাছে ৭ থেকে ৮ হাজার গ্রাহক টাকা পান। গ্রাহকদের এ টাকা ফেরত দিতে ২৩০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। আগামী জুনের মধ্যে আমাদের সমস্ত টাকা পরিশোধ হয়ে যাবে। রমজান এবং করোনার জন্য কিছুদিন এদিক-ওদিক হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য ৩০ জুনের মধ্যে শতভাগ পরিশোধ করা।’

তিনি বলেন, ‘২৩০ কোটি টাকা কোনও না কোনোভাবে ম্যানেজ করতেই হবে। আশা করছি খুব স্বল্প সময়েই সমাধান করবো। আমার টাকা যদি আপনার পকেটে থাকে, মূল অর্থনীতিতে সেই টাকা আছে। পলিসিগত ভুলের কারণে হয়তো একজনের টাকা আরেকজনের কাছে চলে গেছে। পলিসি ভুল এক জিনিস, মানি লন্ডারিং অন্য জিনিস।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যবসায়ীকে একভাগও ছাড় দেওয়া যাবে না, যে আমাদের দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে মানি লন্ডারিং করে। কিন্তু যে টাকা দেশের মধ্যে থাকবে, ফেরতের সুযোগ থাকবে, সে ব্যবসায়ীকে গ্রেফতার করাটা ভালো যুক্তি হতে পারে না।’